ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা, মালামাল লুট

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • 34

সিনিয়র রিপোর্টার

ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, এদিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে ওই কারখানার মালামাল জব্দ করে কারখানা সিলগালা করে যাওয়ার সময় পথরোধ করে হামলা চালায় পলিথিন কারখানার মালিকপক্ষ। 

এ সময় মুহা. শওকাত আলীর ওপর তারা হামলা চালায় এবং জব্দকৃত মালমাল ভর্তি ট্রাক ভাঙ্গচুর করে সব ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, আমরা অভিযান চালিয়ে মালামাল জব্দের পর কারখানাটি সিলগালা করে পায়ে হেটে মেইন রোডে যাওয়া সময় কিছু মানুষ অতর্কিত হামলা চালায়।

এতে আমাদের একজন কর্মকর্তা আহত হন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা মালামাল বোঝাই ট্রাকে ভাঙচুর  করে এবং জব্দকৃত মেশিনসহ মালামাল লুট করে নিয়ে যায়।  

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি

ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা, মালামাল লুট

আপডেট সময় ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

সিনিয়র রিপোর্টার

ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা যায়, এদিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে ওই কারখানার মালামাল জব্দ করে কারখানা সিলগালা করে যাওয়ার সময় পথরোধ করে হামলা চালায় পলিথিন কারখানার মালিকপক্ষ। 

এ সময় মুহা. শওকাত আলীর ওপর তারা হামলা চালায় এবং জব্দকৃত মালমাল ভর্তি ট্রাক ভাঙ্গচুর করে সব ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, আমরা অভিযান চালিয়ে মালামাল জব্দের পর কারখানাটি সিলগালা করে পায়ে হেটে মেইন রোডে যাওয়া সময় কিছু মানুষ অতর্কিত হামলা চালায়।

এতে আমাদের একজন কর্মকর্তা আহত হন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা মালামাল বোঝাই ট্রাকে ভাঙচুর  করে এবং জব্দকৃত মেশিনসহ মালামাল লুট করে নিয়ে যায়।