অনলাইন ডেস্ক : বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ভালো করবে এবং চীন-বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়গুলো বাংলাদেশই দেখুক। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।
রোববার (৮ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ-চায়ানা সিল্ক রোড ফোরাম’ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
চীনের রাষ্ট্রদূত বলেন, আমার পূর্ণ আস্থা আছে, বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে এবং চীন-বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে। তাছাড়া আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করছি। চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে।
বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রমুখ।