ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী উভয়ই আহত হয়েছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 10

অনলাইন ডেস্ক  রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঘটনা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক দম্পতির উপর রামদা নিয়ে হামলা করে ২ যুবক। সেখানে স্বামীকে তাদের হাত থেকে বাঁচাতে ঢাল হয়ে ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেলেন স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে সেই হামলার ভিডিও। সেখানেই দেখা গিয়েছে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে ছিলেন স্ত্রী। যদিও এই হামলায় স্বামী-স্ত্রী উভয়ই আহত হয়েছেন। তবে এখানে স্ত্রী দেখিয়েছেন ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত।

নেট মাধ্যমে তার এই ঢাল হয়ে থাকা প্রশংসিত হচ্ছে। ধারালো অস্ত্রের সামনেও স্বামীকে বাঁচাতে পিছপা হননি। তাদের উপর হামলাকারী মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) কিশোর গ্যাংয়ের সদস্য। ইতিমধ্যে তাদেরকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকরি ফেরত পাবেন ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জন

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী উভয়ই আহত হয়েছেন

আপডেট সময় ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

অনলাইন ডেস্ক  রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঘটনা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক দম্পতির উপর রামদা নিয়ে হামলা করে ২ যুবক। সেখানে স্বামীকে তাদের হাত থেকে বাঁচাতে ঢাল হয়ে ধারালো অস্ত্রের সামনে দাঁড়িয়ে গেলেন স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে সেই হামলার ভিডিও। সেখানেই দেখা গিয়েছে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে ছিলেন স্ত্রী। যদিও এই হামলায় স্বামী-স্ত্রী উভয়ই আহত হয়েছেন। তবে এখানে স্ত্রী দেখিয়েছেন ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত।

নেট মাধ্যমে তার এই ঢাল হয়ে থাকা প্রশংসিত হচ্ছে। ধারালো অস্ত্রের সামনেও স্বামীকে বাঁচাতে পিছপা হননি। তাদের উপর হামলাকারী মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) কিশোর গ্যাংয়ের সদস্য। ইতিমধ্যে তাদেরকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।