ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি ইতালির

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 7

অনলাইন ডেস্ক  :  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে ১৯৭২ সাল থেকে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান। একটি শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন তিনি।

অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেন।

পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে।

মো. তৌহিদ হোসেন অবহিত করেন যে, বর্তমান সরকার- বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান। দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন ইতালির উপমন্ত্রী। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনো ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি ইতালির

আপডেট সময় ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

অনলাইন ডেস্ক  :  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে ১৯৭২ সাল থেকে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান। একটি শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন তিনি।

অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেন।

পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে।

মো. তৌহিদ হোসেন অবহিত করেন যে, বর্তমান সরকার- বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান। দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন ইতালির উপমন্ত্রী। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি কোনো ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর।