ঢাকা , সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক কাউন্সিলর আকাশ কুমার ও তার স্ত্রীর নামে দুদকের পৃথক মামলা 

সিনিয়র রিপোর্টার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (৩ মার্চ) দুপুরের দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অপরাধে মেসার্স তালুকদার অ্যান্ড কোং-এর প্রোপাইটর আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।  

মো. আক্তার হোসেন বলেন, আসামি পপি রানী ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।  দুটি মামলার বাদীই দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ।  

ট্যাগস

সাবেক কাউন্সিলর আকাশ কুমার ও তার স্ত্রীর নামে দুদকের পৃথক মামলা 

আপডেট সময় ২৫ মিনিট আগে

সিনিয়র রিপোর্টার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (৩ মার্চ) দুপুরের দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অপরাধে মেসার্স তালুকদার অ্যান্ড কোং-এর প্রোপাইটর আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।  

মো. আক্তার হোসেন বলেন, আসামি পপি রানী ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।  দুটি মামলার বাদীই দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ।