ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • 30

অনলাইন ডেস্ক  কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপু্রে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দু’টি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  

তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।

পরে বেলা আড়াইটায় খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুর্নবাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা।  এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। পরে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দাবি আদায় না হওয়া পর্যন্ত সব পলিটেকনিকে ‘শাটডাউন’ : মাশফিক

কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

অনলাইন ডেস্ক  কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপু্রে কক্সবাজার পৌঁছে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দু’টি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  

তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।

পরে বেলা আড়াইটায় খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুর্নবাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা।  এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। পরে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে।