ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • 16

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা: ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা খুলনার নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মো. ফরহাদ মোল্লা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রাজশাহী: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে রাজশাহী মহানগর এলাকায় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সংলগ্ন বড় মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেববাজার, সোনাদীঘির মোড় ও মাদরাসা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

ফেনী: ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র-নিরীহ মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে খুনি বেনিয়ামিন নেতানিয়াহু ও রাষ্ট্র ইসরায়েলের বিচারের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জুমার নামাজের পর শহরের জহিরিয়া ও বড় মসজিদ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বাদ জুমা শরীয়তপুর জেলা মডেল (কোর্ট জামে) মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।  

পঞ্চগড়: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানিয়েছেন মুসল্লিরা। জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা গণহত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বাংলাদেশ ছাত্র শিবির, ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারসহ বেশ কয়েকটি ব্যানারে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে গিয়ে শেষ করে। পরে সেখানে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানান। এ সময় সহস্রাধিক মুসল্লি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

ফরিদপুর: ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর: ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহর শিবিরের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। চক বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

বান্দরবান: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে বান্দরবানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান শাখার আয়োজনে বান্দরবানের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
রাঙামাটি: রাঙামাটিতে জুমার নামাজ শেষে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লিরা। জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লিদের নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করে।

পাবনা: মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ফিলিস্তিনের গাজায় গুলি আর বোমা বিস্ফোরণ করে  শিশু ও নারী গণহত্যাকারী বর্বর ইসরায়েলি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার সর্বস্তরের তৌহিদী জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে প্রয়োজনে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পাবনার উদ্যোগে বাদ জুমা পাবনার চাপা বিবি ওয়াকফ মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নওগাঁ: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুমার নামাজ শেষে শহরের কাচারী মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা: সন্ত্রাসী, দখলদার রাষ্ট্র ইসরায়েল কর্তৃক গাজায় নিষ্ঠুর গণহত্যা ও ভারতে মুসলিমদের বাড়িঘরে হামলা, নির্যাতন বন্ধের দাবিতে বাদ জুমা নেত্রকোনা বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জেলা খেলাফত ছাত্র আন্দোলন উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইসলাম প্রিয় জনতার উদ্যোগে জুমার নামাজের পরে উপজেলা সদরে বিএইচপি একাডেমি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএইচপি একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

সিলেট: পবিত্র মাহে রমজান মাসেও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেটের রাজপথ। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার বিচার দাবিতে এক কাতারে রাজপথে বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনগুলো। নগরের বন্দরবাজার এলাকায় জুমার নামাজের পরপরই বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিসের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। একই সময় মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মুসলিম ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।

ট্যাগস

গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

আপডেট সময় ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা: ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা খুলনার নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মো. ফরহাদ মোল্লা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রাজশাহী: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে রাজশাহী মহানগর এলাকায় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সংলগ্ন বড় মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেববাজার, সোনাদীঘির মোড় ও মাদরাসা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

ফেনী: ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র-নিরীহ মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে খুনি বেনিয়ামিন নেতানিয়াহু ও রাষ্ট্র ইসরায়েলের বিচারের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জুমার নামাজের পর শহরের জহিরিয়া ও বড় মসজিদ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বাদ জুমা শরীয়তপুর জেলা মডেল (কোর্ট জামে) মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।  

পঞ্চগড়: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানিয়েছেন মুসল্লিরা। জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা গণহত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বাংলাদেশ ছাত্র শিবির, ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারসহ বেশ কয়েকটি ব্যানারে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে গিয়ে শেষ করে। পরে সেখানে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানান। এ সময় সহস্রাধিক মুসল্লি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

ফরিদপুর: ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর: ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহর শিবিরের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। চক বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

বান্দরবান: ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে বান্দরবানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান শাখার আয়োজনে বান্দরবানের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
রাঙামাটি: রাঙামাটিতে জুমার নামাজ শেষে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লিরা। জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লিদের নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করে।

পাবনা: মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ফিলিস্তিনের গাজায় গুলি আর বোমা বিস্ফোরণ করে  শিশু ও নারী গণহত্যাকারী বর্বর ইসরায়েলি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার সর্বস্তরের তৌহিদী জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে প্রয়োজনে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পাবনার উদ্যোগে বাদ জুমা পাবনার চাপা বিবি ওয়াকফ মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নওগাঁ: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জুমার নামাজ শেষে শহরের কাচারী মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা: সন্ত্রাসী, দখলদার রাষ্ট্র ইসরায়েল কর্তৃক গাজায় নিষ্ঠুর গণহত্যা ও ভারতে মুসলিমদের বাড়িঘরে হামলা, নির্যাতন বন্ধের দাবিতে বাদ জুমা নেত্রকোনা বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জেলা খেলাফত ছাত্র আন্দোলন উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইসলাম প্রিয় জনতার উদ্যোগে জুমার নামাজের পরে উপজেলা সদরে বিএইচপি একাডেমি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএইচপি একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

সিলেট: পবিত্র মাহে রমজান মাসেও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিলেটের রাজপথ। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার বিচার দাবিতে এক কাতারে রাজপথে বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনগুলো। নগরের বন্দরবাজার এলাকায় জুমার নামাজের পরপরই বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিসের ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। একই সময় মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, মুসলিম ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন।