খুলনা নগরীতে ফাস্টফুড ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- 14
অনলাইন ডেস্ক : খুলনা মহানগরীতে গত শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইকবাল হোসেন (৫৪) নামে এক ফাস্ট ফুড ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। জানা যায়, খুলনার পুরাতন রেলস্টেশন এলাকায় জাবেদের হোটেলের পাশে উজ্জ্বলের ফোন ফ্যাক্সের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত ইকবালের বড় ভাই বাবু জানান, আমার ছোট ভাই ইকবাল মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে উজ্জ্বলের দোকানের সামনে আসামাত্রই পূর্ব থেকে ওতপেতে থাকা সন্ত্রাসী মিলনসহ চার/পাঁচ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ইকবালের ওপর ঝাপিয়ে পড়ে। রাম দা, ছুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ইকবালকে। এসময় মার খেতে খেতে উজ্জ্বলের দোকানের ভেতরে ঢুকে শাটার টেনে দিয়ে সন্ত্রাসীদের হাত থেকে জীবনটা রক্ষা পায় ইকবালের। এরপর আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার সময় জানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
কিছুদিন আগেও ওই এলাকায় একটি সন্ত্রাসী হামলার ঘটনায় রেল কলোনির এক যুবক নিহত হয়। চাদাবাজদের দৌরাত্ম্যে ব্যবসায়ীরা একপ্রকার জিম্মি হয়ে গেছে। আহত ইকবালের বড় ভাই বাবু আরও জানান, সন্ত্রাসীরা বেশ কিছুদিন যাবত ইকবালকে চাদা দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। দলের নামে ওরা চাদা দাবী করে। চাদা না দেওয়ার জন্যই ওরা আমার ভাইকে মেরেছে। আমি এর বিচার চাই।
এবিষয়ে খুলনা থানার ওসি বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথেই উক্ত এলাকার কর্তব্যরত এস আই রাকিবকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি, এবিষয়ে থানায় কোন অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নিবো।
ট্যাগস