পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে স্থানীয় সিরাতুল হুদা ট্রাস্ট ও শামছুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ৫শত পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক ও শামছুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মেজবাহুল ইসলাম এর সৌজন্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ গোলাম সারোয়ার, জেলা নায়েবে আমীর, উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান,অধ্যাপক আব্দুল মোমিন, সদস্য জেলা ইউনিট, পৌর আমীর ডাঃ আসাদুল হক, অধ্যক্ষ আব্দুর রহিম, জেড এইচ শাহীন, মোঃ তামিম রায়হান, মোঃ সোহেল আহমেদ ।