ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন শেখ হাসিনার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • 137

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতায় এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আওয়ামী লীগের এক জনসমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি গ্রামে স্কুলগুলো উন্নত করে দিচ্ছি। রাস্তাঘাটের উন্নতি করে দিয়েছি। শিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রায় প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমি জানি ফরিদপুরে কোনও বিশ্ববিদ্যালয় নাই। দুর্ভাগ্যের বিষয় হলো, ফরিদপুরে যে মেডিক্যাল কলেজ ছিল মাত্র ২৫০ বেডের। আমি সরকারে আসার পর সেই মেডিক্যাল কলেজের উন্নতি করেছি। বিভাগে এখন পর্যন্ত চারটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দিয়েছি।’

ফরিদপুর সবচেয়ে পুরনো একটা শহর উল্লেখ করে তিনি বলেন, ‘এই ফরিদপুরের সার্বিক উন্নয়ন, সেই সঙ্গে প্রতিটি উপজেলায়…নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই সমগ্র দেশের উন্নতি হয়েছে। আমি জানি ফরিদপুরে সকলের অনেক দিনের আশা, এখানে একটি বিশ্ববিদ্যালয় করার। ইনশাআল্লাহ, আগামীতে সরকারে আসতে পারলে আমরা সেই বিশ্ববিদ্যালয় করে দেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকটি উপজেলায় কারিগরি স্কুল করে দিচ্ছি। যাতে করে আমাদের ছেলেমেয়েরা কারিগরি-ভোকেশনাল ট্রেনিং নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।’

মেয়েদের শিক্ষা অবৈতনিক করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মেয়েদের কাজের সুযোগ করে দিয়েছি। প্রাইমারি শিক্ষক মেয়েরাও ৬০ পার্সেন্ট পাবে।’

২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ওয়াদা দিয়েছিলেন, তা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল। এখন সবার হাতে মোবাইল ফোন। সবাই অনলাইন ব্যবহার করে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন শেখ হাসিনার

আপডেট সময় ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতায় এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আওয়ামী লীগের এক জনসমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি গ্রামে স্কুলগুলো উন্নত করে দিচ্ছি। রাস্তাঘাটের উন্নতি করে দিয়েছি। শিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রায় প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমি জানি ফরিদপুরে কোনও বিশ্ববিদ্যালয় নাই। দুর্ভাগ্যের বিষয় হলো, ফরিদপুরে যে মেডিক্যাল কলেজ ছিল মাত্র ২৫০ বেডের। আমি সরকারে আসার পর সেই মেডিক্যাল কলেজের উন্নতি করেছি। বিভাগে এখন পর্যন্ত চারটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করে দিয়েছি।’

ফরিদপুর সবচেয়ে পুরনো একটা শহর উল্লেখ করে তিনি বলেন, ‘এই ফরিদপুরের সার্বিক উন্নয়ন, সেই সঙ্গে প্রতিটি উপজেলায়…নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই সমগ্র দেশের উন্নতি হয়েছে। আমি জানি ফরিদপুরে সকলের অনেক দিনের আশা, এখানে একটি বিশ্ববিদ্যালয় করার। ইনশাআল্লাহ, আগামীতে সরকারে আসতে পারলে আমরা সেই বিশ্ববিদ্যালয় করে দেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকটি উপজেলায় কারিগরি স্কুল করে দিচ্ছি। যাতে করে আমাদের ছেলেমেয়েরা কারিগরি-ভোকেশনাল ট্রেনিং নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।’

মেয়েদের শিক্ষা অবৈতনিক করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মেয়েদের কাজের সুযোগ করে দিয়েছি। প্রাইমারি শিক্ষক মেয়েরাও ৬০ পার্সেন্ট পাবে।’

২০০৮ সালের নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ওয়াদা দিয়েছিলেন, তা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল। এখন সবার হাতে মোবাইল ফোন। সবাই অনলাইন ব্যবহার করে।