ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বস্তায় মিলল দুই নারী ও এক শিশুর মরদেহ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • 5

অনলাইন ডেস্ক  :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দী তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বড় বাড়ির আমির হোসেনের বাড়ির পাশ থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন স্বপ্না খাতুন (২৫), লামিয়া খাতুন (২২) ও দুই বছরের শিশু হাবিব। স্বপ্না-লামিয়া সম্পর্কে দুই বোন। স্বপ্না গার্মেন্টস কর্মী হিসাবে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। এর আগে সকালে বস্তাবন্দী অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা লিখন (২৭) জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের স্বজনরা জানান, মৃত লামিয়ার স্বামী মো. ইয়াসিন মাদকাসক্ত। তিনি কোনো কাজ-কর্ম করত না। যার ফলে লামিয়ার সাথে তর্কবিতর্ক হত। প্রাথমিকভাবে মৃত লামিয়ার স্বামী ইয়াছিন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে তার আত্মীয় স্বজনরা দাবি করছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পথ নবজাতক দিবস ঘোষণার দাবি

সিদ্ধিরগঞ্জে বস্তায় মিলল দুই নারী ও এক শিশুর মরদেহ

আপডেট সময় ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

অনলাইন ডেস্ক  :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দী তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বড় বাড়ির আমির হোসেনের বাড়ির পাশ থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন স্বপ্না খাতুন (২৫), লামিয়া খাতুন (২২) ও দুই বছরের শিশু হাবিব। স্বপ্না-লামিয়া সম্পর্কে দুই বোন। স্বপ্না গার্মেন্টস কর্মী হিসাবে ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে। এর আগে সকালে বস্তাবন্দী অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা লিখন (২৭) জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের স্বজনরা জানান, মৃত লামিয়ার স্বামী মো. ইয়াসিন মাদকাসক্ত। তিনি কোনো কাজ-কর্ম করত না। যার ফলে লামিয়ার সাথে তর্কবিতর্ক হত। প্রাথমিকভাবে মৃত লামিয়ার স্বামী ইয়াছিন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে তার আত্মীয় স্বজনরা দাবি করছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।