অনলাইন ডেস্ক : ফিলিস্তিন যুদ্ধ নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আলোচনা করেছেন। চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরায় শুরু করার জন্য চীনের মধ্যস্ততায় চুক্তির পর দুই নেতার মধ্যে বুধবার প্রথম আলাপ হলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই দেশের নেতা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সব পক্ষের সঙ্গে যোগাযোগের সম্ভাব্য চেষ্টা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। আকাশে যুদ্ধবিমানের বিকট শব্দ। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পঞ্চম দিনে এখন পর্যন্ত নিহত হয়েছে ২৩০০ মানুষ। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি।
ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলার চালাচ্ছে।
প্রসঙ্গত, শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা করে সংগঠনটি। এ রকেট হামলার ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন।