ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আদালত অবমাননা : বিচারককে সাজা দেওয়ার ৩ ঘণ্টা পরই জামিন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • 170

অনলাইন ডেস্ক :  আদালত অবমাননার অপরাধে কুমিল্লার সাবেক মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় দেওয়ার ৩ ঘণ্টার মাথায় তাকে জামিন দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে আপিল করার শর্তে তাকে ১ মাসের জামিন দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

তিনি বলেন, ‘আপিল করার শর্তে আদালত সোহেল রানাকে এক মাসের জামিন দিয়েছেন। আমরা আগামী রোববার হাইকোর্টের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করব।’

এর আগে একই বেঞ্চ বিচারক মো. সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি তাকে সাত দিনের মধ্যে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।

এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট আজ রায় দেন।

ট্যাগস

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অভিনন্দন জানিয়েছেন লায়ন খান আকতারুজ্জামান

আদালত অবমাননা : বিচারককে সাজা দেওয়ার ৩ ঘণ্টা পরই জামিন

আপডেট সময় ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

অনলাইন ডেস্ক :  আদালত অবমাননার অপরাধে কুমিল্লার সাবেক মুখ্য বিচারিক হাকিম মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় দেওয়ার ৩ ঘণ্টার মাথায় তাকে জামিন দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে আপিল করার শর্তে তাকে ১ মাসের জামিন দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

তিনি বলেন, ‘আপিল করার শর্তে আদালত সোহেল রানাকে এক মাসের জামিন দিয়েছেন। আমরা আগামী রোববার হাইকোর্টের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করব।’

এর আগে একই বেঞ্চ বিচারক মো. সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি তাকে সাত দিনের মধ্যে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।

এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট আজ রায় দেন।