ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত, দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় বাংলাদেশ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • 314

অনলাইন ডেস্ক : ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ। ওই অঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়ার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানায় বাংলাদেশ।  

আজ রোববার (১৫ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

গাজায় নারী ও শিশুসহ ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের পাশাপাশি ইসরাইলের অযৌক্তিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত (৭ অক্টোবর) থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন তিন হাজার ৪০০ জনের বেশি। অপরদিকে ইসরাইলের বোমা হামলায় ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুমানিক নয় হাজার ৭০০ জন আহত হয়েছেন। প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ট্যাগস

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত, দ্বি-রাষ্ট্রীয় সমাধান চায় বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

অনলাইন ডেস্ক : ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ। ওই অঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়ার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানায় বাংলাদেশ।  

আজ রোববার (১৫ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

গাজায় নারী ও শিশুসহ ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের পাশাপাশি ইসরাইলের অযৌক্তিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় মানবিক বিপর্যয় রোধ এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত (৭ অক্টোবর) থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন তিন হাজার ৪০০ জনের বেশি। অপরদিকে ইসরাইলের বোমা হামলায় ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুমানিক নয় হাজার ৭০০ জন আহত হয়েছেন। প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।