অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সদস্যরা গত ১৮ অক্টোবর পোনা বাসট্যান্ড হতে পূর্বপাশে সাজাইল যাওয়ার রাস্তা এলাকা হতে ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।
র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প সদস্যরা জানায়, ডাকাতি সংঘঠনকালে ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ডিউটি করাকালীন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন পোনা বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি সহ সমবেত হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন পোনা বাসস্ট্যান্ড এর পূর্ব পার্শ্বে সাজাইল ইউনিয়নগামী শাখা রোডে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রাকিবুল ইসলাম (৩৫) পিতা- মৃত: ফজলেআর শেখ, সাং-জঙ্গল মুকুন্দপুর, ২। ফয়সাল শেখ (২৮), পিতা- ফিরোজ শেখ, সাং- খায়ের হাট, ৩। মহসিন খান (২৯), পিতাঃ লুৎফর রহমান খান, সাং-বরাশুর, ৪। মোঃ শফিক শেখ (২৬), পিতাঃ মোঃ বাসু শেখ, সাং-জঙ্গল মুকুন্দপুর, ৫। নবীন খান (২৩), পিতাঃ রিপন খান, সাং-বরাশুর, , সর্ব ইউনিয়নঃ কাশিয়ানি, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জদের গ্রেফতার করেন এবং তাদের হেফ্জত থেকে ০১ টি বিদেশী পিস্তল ,০১ টি ম্যাগাজিনে ০৪ (চার) রাউন্ড গুলি, ০১ টি সুইচ গিয়ার এবং ০৭টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করে জব্দ করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতিসহ সমবেত হওয়ার কথা স্বীকার করে।