ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • 50

সিনিয়র রিপোর্টার : ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে সাড়া দিয়ে বেলজিয়াম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটির ২৪ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত রোববার (২২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুর মোমেন তার মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে। তাছাড়া বাংলাদেশ এবং (ইইউ) তাদের ৫০ বছরের অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনের প্রথম দিন বুধবার (২৫ অক্টোবর) গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি (ইইউ) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন শেখ হাসিনা। পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি। ওই দিন প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে। এইদ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ চুক্তি হওয়ার কথা রয়েছে।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, ‘এ চুক্তি বাংলাদেশে ব্যাংকটির অধিকতর বিনিয়োগের পথ প্রসারিত করবে বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য ৪৫ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি এবং বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হবে। এছাড়াও সফরকালে সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি সই হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জাবিয়ের বেটেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন বিকালে প্রধানমন্ত্রী বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এরপর দেশের উদ্দেশ্যে ব্রাসেলস ছাড়বেন তিনি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী স্মার্ট, পরিবেশবান্ধব ও নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহনখাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে ২০২১ সালের ডিসেম্বরে ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের ঘোষণা দেয় ইইউ। প্রথমবারের মত হতে যাওয়া এ সম্মেলনে ইইউ ২০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধ ও বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদরদপ্তরে এ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

সিনিয়র রিপোর্টার : ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে সাড়া দিয়ে বেলজিয়াম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানটির ২৪ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত রোববার (২২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুর মোমেন তার মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে। তাছাড়া বাংলাদেশ এবং (ইইউ) তাদের ৫০ বছরের অংশীদারত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনের প্রথম দিন বুধবার (২৫ অক্টোবর) গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি (ইইউ) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন শেখ হাসিনা। পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি। ওই দিন প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে। এইদ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ চুক্তি হওয়ার কথা রয়েছে।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, ‘এ চুক্তি বাংলাদেশে ব্যাংকটির অধিকতর বিনিয়োগের পথ প্রসারিত করবে বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য ৪৫ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি এবং বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হবে। এছাড়াও সফরকালে সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি সই হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জাবিয়ের বেটেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন বিকালে প্রধানমন্ত্রী বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এরপর দেশের উদ্দেশ্যে ব্রাসেলস ছাড়বেন তিনি।

উল্লেখ্য, বিশ্বব্যাপী স্মার্ট, পরিবেশবান্ধব ও নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহনখাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে ২০২১ সালের ডিসেম্বরে ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের ঘোষণা দেয় ইইউ। প্রথমবারের মত হতে যাওয়া এ সম্মেলনে ইইউ ২০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধ ও বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদরদপ্তরে এ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।