ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ হবে কিনা পর্যালোচনা করে সিদ্ধান্ত- ডিএমপি কমিশনার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • 54

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আগামীকাল ২৮ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সার্বিক বিষয় বিবেচনা করছে পুলিশ। তবে শেষ পর্যন্ত দুই দলের পছন্দের ভেন্যুতেই অভিন্ন শর্তসাপেক্ষে সমাবেশের অনুমোদন দেওয়া হতে পারে। এদিনই পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা আসতে পারে।

শুক্রবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুটি দল তাদের কর্মূসচি কীভাবে, কখন, কোথায় করতে চায়- তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশের কাছে দেওয়া দুই দলের চিঠি ইতিবাচকভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দিতে সমস্যা নেই। তবে এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তা হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল জামায়াত। কিন্তু দলটিকে সমাবেশের জন্য মাঠে নামতে দিতে নারাজ পুলিশ।

গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান যে রাজধানীতে মহাসমাবেশের অনুমতি পাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ হবে কিনা পর্যালোচনা করে সিদ্ধান্ত- ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আগামীকাল ২৮ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সার্বিক বিষয় বিবেচনা করছে পুলিশ। তবে শেষ পর্যন্ত দুই দলের পছন্দের ভেন্যুতেই অভিন্ন শর্তসাপেক্ষে সমাবেশের অনুমোদন দেওয়া হতে পারে। এদিনই পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা আসতে পারে।

শুক্রবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দুটি দল তাদের কর্মূসচি কীভাবে, কখন, কোথায় করতে চায়- তা পুলিশকে লিখিতভাবে জানিয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশের কাছে দেওয়া দুই দলের চিঠি ইতিবাচকভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দিতে সমস্যা নেই। তবে এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তা হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিল জামায়াত। কিন্তু দলটিকে সমাবেশের জন্য মাঠে নামতে দিতে নারাজ পুলিশ।

গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান যে রাজধানীতে মহাসমাবেশের অনুমতি পাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি।