ঢাকা , সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার দুপুর পৌনে ১টার দিকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • 19
অনলাইন ডেস্ক :  সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। এখন মঞ্চে দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন। মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে। লোকে লোকারণ্য হয়েছে নয়াপল্টন এলাকা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে রাজধানীতে জড়ো হয়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা।
নেতা-কর্মীদের মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা দেখা গেছে। মহাসমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা। সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শিগগিরই ভারত থেকে আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার

শনিবার দুপুর পৌনে ১টার দিকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে

আপডেট সময় ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
অনলাইন ডেস্ক :  সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। এখন মঞ্চে দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন। মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে। লোকে লোকারণ্য হয়েছে নয়াপল্টন এলাকা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে রাজধানীতে জড়ো হয়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা।
নেতা-কর্মীদের মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা দেখা গেছে। মহাসমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা। সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।