সিনিয়র রিপোর্টার : নয়াপল্টনে ইন্টারনেট সেবা বন্ধ রাখার জন্য টেলিকম অপারেটরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সংক্রান্ত একটি নির্দেশনার কপি গণমাধ্যমে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এটি জারি করা হয়, ডাক ও টেলিকম বিভাগের অনুমোদন দিয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করবে বিএনপি। একই দিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের। এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই দলকে তাদের প্রস্তাবিত দুই জায়গায় সমাবেশের অনুমতি দেয়।