সিনিয়র রিপোর্টার : রাজধানীর পল্টন ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় বিএনপির কর্মীরা বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সংর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি’র মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় পুলিশের দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এ সময় বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে।
বিএনপি নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন।