ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কাকরাইলে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ইত্তেফাকের সাংবাদিক আহত

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • 114

সিনিয়র রিপোর্টার : কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ নাছের আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাকরাইল মোড়ে প্রধান দুই দলের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। এর আগে কাকরাইল মসজিদের সামনে একাধিক বাস ভাঙচুরের অভিযোগে এসেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

অভিযোগকারীরা জানান, দুপুর ১২টার দিকে কয়েকজন কর্মী বৈশাখী পরিবহনের একটি গাড়িতে ভাঙচুর করে। পরে গাজীপুর পরিবহনের আরেকটি বাসে ভাঙচুর চালায় আরও কয়েকজন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনা মোবাইলে লাইভ করছিলেন শেখ নাছের। সে সময় বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। পরবর্তীতে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ট্যাগস

লেফটেন্যান্ট জেনারেল মজিবুর বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে

কাকরাইলে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ইত্তেফাকের সাংবাদিক আহত

আপডেট সময় ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

সিনিয়র রিপোর্টার : কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ নাছের আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাকরাইল মোড়ে প্রধান দুই দলের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। এর আগে কাকরাইল মসজিদের সামনে একাধিক বাস ভাঙচুরের অভিযোগে এসেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

অভিযোগকারীরা জানান, দুপুর ১২টার দিকে কয়েকজন কর্মী বৈশাখী পরিবহনের একটি গাড়িতে ভাঙচুর করে। পরে গাজীপুর পরিবহনের আরেকটি বাসে ভাঙচুর চালায় আরও কয়েকজন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনা মোবাইলে লাইভ করছিলেন শেখ নাছের। সে সময় বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। পরবর্তীতে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।