আব্দুল মজিদ পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী হরিঢালী ইউনিয়নে কান্ডারী হতে দীর্ঘ ৫/৬ বছর ধরে মানব সেবায় কাজ করে যাচ্ছে জুয়েলার্স ব্যবসায়ী ও যুবলীগ নেতা প্রদীপ দত্ত। তিনি বিগত বছরগুলোতে করোনা’সহ বিভিন্ন সময়ে অত্র ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে থেকে নিজস্ব অর্থ ব্যায়ের মাধ্যমে মানুষের নানান ধরনের সেবা করে চলেছেন।
সরজমিন যেয়ে জানা গেছে, হরিঢালী ইউনিয়নের অনেক গর্বিত সন্তান বাংলাদেশের বিভিন্ন সেক্টর এর বড় বড় দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রয়েছে- বানিজ্য মন্ত্রলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ডিআইজি জয়দেব ভদ্র, সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র, সাংবাদিক পার্থ প্রতিম ব্যানার্জী সহ অনেকেরই এ মাটিতে জন্ম। এছাড়াও প্রদীপ দত্ত বলেন, আমি হরিঢালী ইউনিয়ন এর সামগ্রিক বিষয়ে উল্লেখিত গর্বিত সন্তানদের সাথে পরামর্শ করে কাজ করতে চাই।
এদিকে যুবলীগ নেতা প্রদীপ দত্ত এ প্রতিনিধিদের জানান, তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান ও তাহার পরিবারের অত্র ইউনিয়নে অনেক অবদান রয়েছে। তার মা একসময়ের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ৫/৬ বছর যাবৎ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানান মুখী কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন এবং তাহার ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও- শুধুমাত্র নৌকা প্রতিক না পাওয়ার কারনে ও হাই কমান্ডের নির্দেশ মান্য ও সন্মানার্থে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। যুবলীগ নেতা প্রদীপ দত্ত আরো বলেন, অবহেলিত হরিঢালী ইউনিয়নে আমি চেয়ারম্যান হতে পারলে এ ইউনিয়নকে ঢেলে সাজাবো ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রদীপ দত্ত। সবশেষে তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।