ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান সূচকের উত্থান, লেনদেন নয়শ কোটির ঘরে

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • 108

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রবিবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন ৯শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। তবে কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। প্রধান সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৫টি এবং কমেছে ১০৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৮টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৮ দশমিক ৮১ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৭ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ দশমিক ৭৩ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টি, কমেছে ৫৫টি এবং পরিবর্তন হয়নি ৯২টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ দশমিক ৩২ পয়েন্টে। সিএসসিএক্স ৬ দশমিক ৮৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৪ দশমিক ১১ পয়েন্টে এবং ১ হাজার ১৮০ দশমিক ৪৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক শূন্য ৫ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ২৯ পয়েন্টে এবং ১৩ হাজার ৩৬২ দশমিক ৮৩ পয়েন্টে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

প্রধান সূচকের উত্থান, লেনদেন নয়শ কোটির ঘরে

আপডেট সময় ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রবিবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন ৯শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। তবে কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। প্রধান সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৫টি এবং কমেছে ১০৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৮টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৮ দশমিক ৮১ পয়েন্টে। ডিএসইএস সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৭ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ দশমিক ৭৩ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টি, কমেছে ৫৫টি এবং পরিবর্তন হয়নি ৯২টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ দশমিক ৩২ পয়েন্টে। সিএসসিএক্স ৬ দশমিক ৮৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯৪ দশমিক ১১ পয়েন্টে এবং ১ হাজার ১৮০ দশমিক ৪৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক শূন্য ৫ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ২৯ পয়েন্টে এবং ১৩ হাজার ৩৬২ দশমিক ৮৩ পয়েন্টে।