ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধের দ্বিতীয় দিনেও ‘সতর্ক অবস্থানে’ আওয়ামী লীগ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • 54

সিনিয়র রিপোর্টার : সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করে বিভিন্ন থানা, ওয়ার্ড ও আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে।

সরজমিন দেখা গেছে, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ অবস্থান নেয়। এছাড়াও তাঁতি বাজার মোড়, বংশাল, যাত্রাবাড়ী মোড়, লালবাগ, গুলিস্তান, শাহবাগ, কারওয়ান বাজার এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থা নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ‘অবরোধের নামে যদি কোনো ধরনের নাশকতা করা হয় বিএনপিকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা আজও বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে,আগুন সন্ত্রাস করছে। যেকেনো মূল্যে বিএনপিকে প্রতিহত করতে হবে। বিএনপির অবরোধ দেশের মানুষ মানে না। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে মাঠে আছে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মোরশেদ কামাল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়, মোড়ে মোড়ে দলে দলে ভাগ হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আহতদের দেখতে শনিবার পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

অবরোধের দ্বিতীয় দিনেও ‘সতর্ক অবস্থানে’ আওয়ামী লীগ

আপডেট সময় ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করে বিভিন্ন থানা, ওয়ার্ড ও আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে।

সরজমিন দেখা গেছে, রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ অবস্থান নেয়। এছাড়াও তাঁতি বাজার মোড়, বংশাল, যাত্রাবাড়ী মোড়, লালবাগ, গুলিস্তান, শাহবাগ, কারওয়ান বাজার এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থা নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ‘অবরোধের নামে যদি কোনো ধরনের নাশকতা করা হয় বিএনপিকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা আজও বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে,আগুন সন্ত্রাস করছে। যেকেনো মূল্যে বিএনপিকে প্রতিহত করতে হবে। বিএনপির অবরোধ দেশের মানুষ মানে না। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে মাঠে আছে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মোরশেদ কামাল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়, মোড়ে মোড়ে দলে দলে ভাগ হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।