ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

৪১তম বিসিএসের নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডে প্রায় দেড় হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হতে পারে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • 183

অনলাইন ডেস্ক :  ৪১তম বিসিএসের নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডে প্রায় দেড় হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হতে পারে। শিগগিরই পদের তালিকা চূড়ান্ত করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিভিন্ন দপ্তর থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এক হাজারের কিছু বেশি পদের তালিকা জমা হয়েছে। এখনো অনেক দপ্তর তাদের চাহিদা পাঠায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে চাহিদা পাঠানোর জন্য সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া, নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। এরপর লিখিত পরীক্ষায় ১৩ হাজার জন উত্তীর্ণ হন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

৪১তম বিসিএসের নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডে প্রায় দেড় হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হতে পারে

আপডেট সময় ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :  ৪১তম বিসিএসের নন-ক্যাডারে বিভিন্ন গ্রেডে প্রায় দেড় হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হতে পারে। শিগগিরই পদের তালিকা চূড়ান্ত করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিভিন্ন দপ্তর থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এক হাজারের কিছু বেশি পদের তালিকা জমা হয়েছে। এখনো অনেক দপ্তর তাদের চাহিদা পাঠায়নি। তবে দ্রুত সময়ের মধ্যে চাহিদা পাঠানোর জন্য সংশ্লিষ্টদের তাগাদা দেওয়া হয়েছে।

গত ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া, নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। এরপর লিখিত পরীক্ষায় ১৩ হাজার জন উত্তীর্ণ হন।