ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • 57

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যে দিয়ে ইসির সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দল। ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে রয়েছে  আলোচিত তৃণমূল বিএনপি এনডিএম ও গণফোরামের একাংশ। দুই ধাপের এই বৈঠকে বিকেলে ১৪টি রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে। এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাবে নির্বাচন কমিশন।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত আছেন।

এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) আসে। আওয়ামী লীগ ছাড়াও বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টি, মুসলিম লীগের একাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও গণফোরামের প্রতিনিধি দল।

এলডিপি, বিজেপি ও কল্যাণ পার্টি- এই ৩ দল আগে থেকেই সংলাপে অংশ না নেওয়ার ব্যাপারে ইসিকে চিঠি দিয়ে জানিয়েছেন। তবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিশ ও বিএনএফ অংশ নেওয়ার বিষয়ে কিছু জানায়নি। বাকি ১৩ দলের প্রতিনিধি নির্বাচন কমিশনে ২ জন করে মতবিনিময় সভায় অংশ নেয়।

নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, আজকে বৈঠকের জন্য ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে ও বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

ইসি সূত্রে জানা গেছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, সকালে প্রথম ধাপে সাড়ে ১০টায় ও বিকেল ৩টায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। এ লক্ষ্যে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দেয় ইসি।

দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আহতদের দেখতে শনিবার পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

আ. লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

আপডেট সময় ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যে দিয়ে ইসির সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দল। ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে রয়েছে  আলোচিত তৃণমূল বিএনপি এনডিএম ও গণফোরামের একাংশ। দুই ধাপের এই বৈঠকে বিকেলে ১৪টি রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে। এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতিসহ সামগ্রিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে জানাবে নির্বাচন কমিশন।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত আছেন।

এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) আসে। আওয়ামী লীগ ছাড়াও বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টি, মুসলিম লীগের একাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও গণফোরামের প্রতিনিধি দল।

এলডিপি, বিজেপি ও কল্যাণ পার্টি- এই ৩ দল আগে থেকেই সংলাপে অংশ না নেওয়ার ব্যাপারে ইসিকে চিঠি দিয়ে জানিয়েছেন। তবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিশ ও বিএনএফ অংশ নেওয়ার বিষয়ে কিছু জানায়নি। বাকি ১৩ দলের প্রতিনিধি নির্বাচন কমিশনে ২ জন করে মতবিনিময় সভায় অংশ নেয়।

নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, আজকে বৈঠকের জন্য ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে ও বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

ইসি সূত্রে জানা গেছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, সকালে প্রথম ধাপে সাড়ে ১০টায় ও বিকেল ৩টায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক হবে। এ লক্ষ্যে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দেয় ইসি।

দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।