ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আরামবাগের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • 49

সিনিয়র রিপোর্টার : মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি জনসভার মঞ্চে উপস্থিত হন। এর আগে সকাল থেকে জনসভায় যোগ দিতে দলে দলে জড়ো হচ্ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে তিনটি স্টেশন দিয়ে শুরু হবে এ পথের বাণিজ্যিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পরপর আসবে ট্রেন। তিন মাসের মধ্যে বাকি স্টেশনগুলো চালু করে ভোর থেকে মধ্যরাতের পূর্ণ শিডিউলে চলবে মেট্রোরেল।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, পুরোপুরি চালু হলে উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে। ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

আরামবাগের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি জনসভার মঞ্চে উপস্থিত হন। এর আগে সকাল থেকে জনসভায় যোগ দিতে দলে দলে জড়ো হচ্ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে তিনটি স্টেশন দিয়ে শুরু হবে এ পথের বাণিজ্যিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পরপর আসবে ট্রেন। তিন মাসের মধ্যে বাকি স্টেশনগুলো চালু করে ভোর থেকে মধ্যরাতের পূর্ণ শিডিউলে চলবে মেট্রোরেল।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। ধারণা করা হচ্ছে, পুরোপুরি চালু হলে উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে। ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।