মেট্রোরেল প্রথম বাণিজ্যিক ট্রিপে উত্তরা স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রী নিয়ে রওনা হয় মতিঝিলে
-
ডেস্ক :
-
আপডেট সময়
০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- 76
অনলাইন ডেস্ক : অবশেষে লাখো ঢাকাবাসীর স্বপ্ন পূরণ হলো, সর্বসাধারণের জন্য মতিঝিল পর্যন্ত খুলে দেয়া হলো মেট্রোরেল। এতোদিন উত্তরা থেকে আগারগা পর্যন্ত মেট্রোরেল চললেও এ রুটে অফিসগামী যাত্রীরা অপেক্ষায় ছিলো মতিঝিল পর্যন্ত মেট্রোরেল খুলে দেয়ার। অবশেষে আজ ৫ নভেম্বর সকালে প্রথম বাণিজ্যিক ট্রিপে রাজধানীর মতিঝিলে গিয়েছে বিদ্যুৎচালিত দ্রুতগতির এ যানটি। এসময় যাত্রীতে ঠাসা ছিল মেট্রোরেল। সবাই ছিলেন উচ্ছ্বসিত তবে সবার মনেই বিকেলে মেট্রোতে না ফিরতে পারার আফসোস ছিলো। মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) সকালে প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রী নিয়ে রওনা হয়। এরপর মোট ১০টি স্টেশন ধরে ৩২ মিনিট পর ট্রেনটি মতিঝিল স্টেশন পৌঁছায়। প্রথম যাত্রায় তেমন ভিড় না থাকলেও সাড়ে ৮টার পরের ট্রেনগুলোতে ব্যাপক ভিড় ছিল। বিশেষ করে উত্তরা থেকে আসা মেট্রোটি মিরপুর ১০ এ আসার পর যাত্রীতে একদম পরিপূর্ণ হয়ে যায়।
মেট্রোরেলে এসে ফার্মগেট স্টেশনে নামা তাজনুর ইসলাম বলেন, সকাল ৯ টা ৩০ মিনিটের ট্রেনে উঠেছিলাম মিরপুর ১২ স্টেশন থেকে। ট্রেনটি ফার্মগেট স্টেশনে নামলো মাত্র ২০ মিনিটে। অনেক মানুষকে আজ মেট্রোরেলে দেখেছি। সবার মুখেই ছিল বিজয়ের হাসি। তিনি আরও বলেন, এর আগে ফার্মগেট, মতিঝিল আসতে হবে শুনলে ঢাকা শহরের অনেকের গায়ে জ্বর চলে আসতো। কারণ, এই এলাকায় আসতে অন্তত এক থেকে দেড় ঘণ্টা সময় ব্যয় করতে হয়। সেখানে আজ প্রায় ২০ মিনিটের মধ্যে আসলাম। আব্দুল্লাহ আল আমিন নামে আরেক যাত্রী বলেন, পল্লবী থেকে ৯টার ট্রেনে উঠেছিলাম। ট্রেনে প্রচুর ভিড় ছিল। মনে হয়েছে ফুল লোড নিয়ে ট্রেন যাচ্ছে। সবাই যেন হাসিখুশি ছিল। কারণ এত দ্রুতগতির বাহন আমাদের দেশে এর আগে ছিল না। আগে এই মতিঝিলে আসতে ২/৩ ঘণ্টা সময় লাগতো। এখন লাগছে ২০/২৫ মিনিট। মেট্রো মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। তিনি আরও বলেন, যদি মেট্রোতে করে বিকেলে ফিরতে পারতাম, তবে আরও বেশি ভালো লাগতো। এ প্রসঙ্গে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শুরুতে তিনটি স্টেশন দিয়ে আগারগাঁও-মতিঝিল সেকশন চালু হলেও ধীরে ধীরে স্টেশনের সংখ্যা ও মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে।
ট্যাগস