ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সোমবার দক্ষিণ এশিয়ায় প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাবের উদ্বোধন করা হবে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • 73

অনলাইন ডেস্ক  :  সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসাবিজ্ঞান সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে দক্ষিণ এশিয়ায় প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব উদ্বোধন করা হবে আজ সোমবার। উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওই ল্যাব স্থাপন করা হয়েছে।  রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ল্যাব সম্পর্কে ধারণা দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং মেডিকেল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ বিনতে বশির দোলন ও তার সহকর্মীরা।

তারা বলেন, ১৯৪৮ সালে জর্জ সার্টন ও ফ্রান্স সাইগেল নামে দুজন বিখ্যাত ব্যক্তি মেডিকেল হিউম্যানিটিজ টার্মটির প্রচলন করেন। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিজ কলেজ অব মেডিসিন সর্বপ্রথম ডিপার্টমেন্ট অব হিউম্যানিটিজ নামে একটি মানবিকীবিদ্যা বিভাগ চালু করে। 

তারা আরও বলেন, উত্তরা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে বিভিন্ন রকম অসুখের জন্য নানা ধরনের বৈজ্ঞানিক তরঙ্গ ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর। বিশেষ অতিথি থাকবেন প্রফেসর ডা. রোবেদ আমিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সায়েম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড কমিউনিকেশন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সামজীর আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আলী ও অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

সোমবার দক্ষিণ এশিয়ায় প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাবের উদ্বোধন করা হবে

আপডেট সময় ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক  :  সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসাবিজ্ঞান সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে দক্ষিণ এশিয়ায় প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব উদ্বোধন করা হবে আজ সোমবার। উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওই ল্যাব স্থাপন করা হয়েছে।  রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ল্যাব সম্পর্কে ধারণা দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং মেডিকেল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ বিনতে বশির দোলন ও তার সহকর্মীরা।

তারা বলেন, ১৯৪৮ সালে জর্জ সার্টন ও ফ্রান্স সাইগেল নামে দুজন বিখ্যাত ব্যক্তি মেডিকেল হিউম্যানিটিজ টার্মটির প্রচলন করেন। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিজ কলেজ অব মেডিসিন সর্বপ্রথম ডিপার্টমেন্ট অব হিউম্যানিটিজ নামে একটি মানবিকীবিদ্যা বিভাগ চালু করে। 

তারা আরও বলেন, উত্তরা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ল্যাবে বিভিন্ন রকম অসুখের জন্য নানা ধরনের বৈজ্ঞানিক তরঙ্গ ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর। বিশেষ অতিথি থাকবেন প্রফেসর ডা. রোবেদ আমিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সায়েম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড কমিউনিকেশন অধ্যাপক ড. মো. শাহরুখ আদনান খান, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সামজীর আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আলী ও অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।