ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • 139

সিনিয়র রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার লক্ষ্যে বিকাল ৫টায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ২৬তম কমিশন সভায় তফসিল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রেকর্ডেড ভাষণ প্রচার করলেও এবারই প্রথম সরাসরি ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবে কমিশন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম আজ বুধবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ভোটের তারিখ সম্ভাব্য হিসেবে রাখা হয়েছে ৬-৭ জানুয়ারি।

ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন অংশীজনের সাথে সভা করে তারা একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতা অনুযায়ী আজ বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ২৬ তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এ সভার সিদ্ধান্তক্রমে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য দিবেন। সেই ভাষণে দ্বাদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।’

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কমিশনের চারপাশে নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙখলা বাহিনী।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে

আজ সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা

আপডেট সময় ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার লক্ষ্যে বিকাল ৫টায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ২৬তম কমিশন সভায় তফসিল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রেকর্ডেড ভাষণ প্রচার করলেও এবারই প্রথম সরাসরি ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবে কমিশন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম আজ বুধবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ভোটের তারিখ সম্ভাব্য হিসেবে রাখা হয়েছে ৬-৭ জানুয়ারি।

ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন অংশীজনের সাথে সভা করে তারা একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতা অনুযায়ী আজ বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ২৬ তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এ সভার সিদ্ধান্তক্রমে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য দিবেন। সেই ভাষণে দ্বাদশ জাতীয় সংসদের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।’

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কমিশনের চারপাশে নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙখলা বাহিনী।’