ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ১০ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: জয়

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • 67

সিনিয়র রিপোর্টার: বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিএনপি কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা মানুষ পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে। তারা বাংলাদেশে শান্তি চায় না। বিএনপি–জামায়াত যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে। আগামী ১০ বছরে দেশে বিএনপি–জামায়াত বলে কোনো দল থাকবে না, মৌলবাদী থাকবে না। অনেকেই জঙ্গীবাদীদের উস্কে দিচ্ছে। যেদিন নির্বাচন শেষ হবে, সেদিন তারাও থেমে যাবে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসব কথায় কান দিয়েন না।‘ 

শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় সারা বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশে সেরকম দুর্নীতি থাকলে এত মেগা প্রকল্প করা সম্ভব হতো না।’

মেগা প্রকল্প নিয়ে অপর এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা হয়নি। অল্প সময়ে এতো উন্নত হয়েছে বলেই তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।

নৌকায় ভোট দিয়ে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না। সমস্যার সমাধানও বের করছেন এবং তা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের তরুণরাও এখন নিজের পায়ে দাঁড়াতে পারছে। উন্নয়নের এই গতি ধরে রাখা গেলে আগামী ১৫ বছরে দেশ উন্নয়নশীল দেশে পৌঁছে যাবে। দেশের দুর্নীতির সমস্যা শুধু সরকার নয়, তরুণরাও মোকাবিলা করতে পারে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে তরুণদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।  

বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, হাজারো সংকটেও এগিয়ে যাচ্ছে তরুণরা। আর এই উদ্যোগে যারা অংশগ্রহণ করেছে সকলেই বিজয়ী।

এর আগে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুপুর ২টা ২০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে ৬ ক্যাটাগরিতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। এ বছর দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদনের মধ্য থেকে বিজয়ীদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।

দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ—এই ছয় ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ২০১৫ সাল থেকে তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলা-জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের মোট ১৪৫টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে সবার সাফল্যের গল্প।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বগতি : দামে দিশাহারা সাধারণ মানুষ

আগামী ১০ বছরে বিএনপি-জামায়াত বলে কোনো দল থাকবে না: জয়

আপডেট সময় ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার: বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিএনপি কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা মানুষ পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে। তারা বাংলাদেশে শান্তি চায় না। বিএনপি–জামায়াত যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে। আগামী ১০ বছরে দেশে বিএনপি–জামায়াত বলে কোনো দল থাকবে না, মৌলবাদী থাকবে না। অনেকেই জঙ্গীবাদীদের উস্কে দিচ্ছে। যেদিন নির্বাচন শেষ হবে, সেদিন তারাও থেমে যাবে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসব কথায় কান দিয়েন না।‘ 

শনিবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় সারা বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশে সেরকম দুর্নীতি থাকলে এত মেগা প্রকল্প করা সম্ভব হতো না।’

মেগা প্রকল্প নিয়ে অপর এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা হয়নি। অল্প সময়ে এতো উন্নত হয়েছে বলেই তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।

নৌকায় ভোট দিয়ে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শুধু সমস্যা নিয়ে চিন্তা করেন না। সমস্যার সমাধানও বের করছেন এবং তা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের তরুণরাও এখন নিজের পায়ে দাঁড়াতে পারছে। উন্নয়নের এই গতি ধরে রাখা গেলে আগামী ১৫ বছরে দেশ উন্নয়নশীল দেশে পৌঁছে যাবে। দেশের দুর্নীতির সমস্যা শুধু সরকার নয়, তরুণরাও মোকাবিলা করতে পারে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে তরুণদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।  

বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, হাজারো সংকটেও এগিয়ে যাচ্ছে তরুণরা। আর এই উদ্যোগে যারা অংশগ্রহণ করেছে সকলেই বিজয়ী।

এর আগে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুপুর ২টা ২০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে ৬ ক্যাটাগরিতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। এ বছর দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদনের মধ্য থেকে বিজয়ীদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।

দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ—এই ছয় ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ২০১৫ সাল থেকে তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলা-জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের মোট ১৪৫টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে সবার সাফল্যের গল্প।