ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ইসলামী ফ্রন্টের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • 300

অনলাইন ডেস্ক  :  আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব স উ ম আবদুস সামাদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের সুফিবাদি জনতার প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিচ্ছে। আগামীকাল (সোমবার) থেকে দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ফরম বিতরণ উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান জননেতা এমএ মতিন।

নির্বাচন সুষ্ঠু হবে কিনা- সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। অতীত নির্বাচনে কী হয়েছে সেটা চিন্তা করে লাভ নেই। ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আবারও বৃহৎ দুই রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশটা আমাদের। দেশের স্বার্থে এই ক্রান্তিলগ্নে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করার আহ্বান জানাই।

এ সময় সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান এমএ মতিন, প্রেসিডিয়াম মেম্বার আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মাঈনউদ্দীন, সৈয়দ মোজাফফর আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান কাজী মোবারক হোসেন ফরাজী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বেবিচকের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মোস্তফা মাহমুদ সিদ্দিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ইসলামী ফ্রন্টের

আপডেট সময় ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক  :  আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব স উ ম আবদুস সামাদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশের সুফিবাদি জনতার প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিচ্ছে। আগামীকাল (সোমবার) থেকে দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ফরম বিতরণ উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান জননেতা এমএ মতিন।

নির্বাচন সুষ্ঠু হবে কিনা- সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে। অতীত নির্বাচনে কী হয়েছে সেটা চিন্তা করে লাভ নেই। ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আবারও বৃহৎ দুই রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশটা আমাদের। দেশের স্বার্থে এই ক্রান্তিলগ্নে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করার আহ্বান জানাই।

এ সময় সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান এমএ মতিন, প্রেসিডিয়াম মেম্বার আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরী, অধ্যক্ষ আবু জাফর মাঈনউদ্দীন, সৈয়দ মোজাফফর আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কো-চেয়ারম্যান কাজী মোবারক হোসেন ফরাজী।