অনলাইন ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে ভারতের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অজিরা। তবে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে জয়ের পথেই আছে অস্ট্রেলিয়া।
২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানে ৩ বলে ৭ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার।
এরপর ক্রিজে আসা মিচেল মার্শকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ট্রেভিস হেড। তবে দলীয় ৪৭ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
মার্শ ১৫ বলে ১৫ ও স্টিভেন স্মিথ ৯ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন হেড।
দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি ফিফটি পূরণ করেন হেড। ফিফটির পর আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি। অন্যদিকে কিছুটা ধীরগতির ব্যাটিং করতে থাকেন লেবুশানে।
মারমুখি ব্যাটিংয়ে ৯৫ বলে সেঞ্চুরি করেন হেড। ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে অজিরা। জয়ের জন্য ১৫ ওভারে ৪৯ রান প্রয়োজন অজিদের।