ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

তিন আসনের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • 44

সিনিয়র রিপোর্টার : নৌকা প্রতীকে নির্বাচন করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন জাতীয় দলের এই ক্রিকেটার। এ সময় তার পক্ষ থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ তিনটি আসনেই মনোনয়ন ফরম জমা দেন সাকিব।

আসন তিনটি হলো- ঢাকা-১০ ও মাগুরা-১ এবং মাগুরা-২। ঢাকা–১০ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন। মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য বিরেন শিকদার।

এদিকে সাকিবের সাবেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজা নড়াইল থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

তিন আসনের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

আপডেট সময় ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : নৌকা প্রতীকে নির্বাচন করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন জাতীয় দলের এই ক্রিকেটার। এ সময় তার পক্ষ থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ তিনটি আসনেই মনোনয়ন ফরম জমা দেন সাকিব।

আসন তিনটি হলো- ঢাকা-১০ ও মাগুরা-১ এবং মাগুরা-২। ঢাকা–১০ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন। মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য বিরেন শিকদার।

এদিকে সাকিবের সাবেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজা নড়াইল থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।