রংপুর-৩ আসনে জাপার মনোনয়ন ফরম নিলেন জিএম কাদের
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- 307
অনলাইন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্ববায়ক আজমল হোসেন লেবু। এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আজমল হোসেন লেবু সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমাদের মাঝে কোনো কোন্দল নেই। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। কেন্দ্রীয় নির্দেশে আমরা জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জাপা চেয়ারম্যানের মনোনয়নপত্র সংগ্রহ করায় আনন্দিত তৃণমূল নেতাকর্মীরা।
রংপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র ও জিএম কাদেরের ভাতিজা রাহগির আলমাহি সাদ এরশাদ।
ট্যাগস