ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পর্দার আড়ালে জোট হলে তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • 55

সিনিয়র রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘শোনা যাচ্ছে বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে। যদি তারা পর্দার আড়ালে আলাপ-আলোচনা করে বা জোটবদ্ধ হলে বিষয়টি (তফসিল) পেছানোর সুযোগ আছে।’ 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। সভাটি কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

ইসি আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কাউকে নির্বাচনে আনাও আমাদের দায়িত্ব নয়। আমাদের নিবন্ধিত ৪২টি দল আছে। তাদের আমরা চিঠি দিয়েছি। আমাদের এক নির্বাচন কমিশনারও বলেছেন, বড় রাজনৈতিক দলটি (বিএনপি) নির্বাচনে এলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে।’

‘‌নির্বাচন বাংলাদেশে সবসময়ই উৎসব মুখর’ বলে মন্তব্য করে ইসি আনিছুর রহমান, ‘আমরা আগে থেকে আহ্বান করে যাচ্ছি, নির্বাচনে সবাই আসুক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নির্বাচনের পরিবেশ এখনো ভালো। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমরা দেখতে পাইনি।’

কুমিল্লা জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা ও জেলার বাইরের নির্বাচন কর্মকর্তারা। 

ট্যাগস

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অভিনন্দন জানিয়েছেন লায়ন খান আকতারুজ্জামান

পর্দার আড়ালে জোট হলে তফসিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর

আপডেট সময় ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ‘শোনা যাচ্ছে বিএনপি নির্বাচনে আসতে চাচ্ছে। যদি তারা পর্দার আড়ালে আলাপ-আলোচনা করে বা জোটবদ্ধ হলে বিষয়টি (তফসিল) পেছানোর সুযোগ আছে।’ 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। সভাটি কুমিল্লা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে।

ইসি আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনে কে আসলো কে আসলো না, এটা আমাদের বিষয় নয়। কাউকে নির্বাচনে আনাও আমাদের দায়িত্ব নয়। আমাদের নিবন্ধিত ৪২টি দল আছে। তাদের আমরা চিঠি দিয়েছি। আমাদের এক নির্বাচন কমিশনারও বলেছেন, বড় রাজনৈতিক দলটি (বিএনপি) নির্বাচনে এলে তফসিল পেছানো নিয়ে সংবিধানে সুযোগ আছে।’

‘‌নির্বাচন বাংলাদেশে সবসময়ই উৎসব মুখর’ বলে মন্তব্য করে ইসি আনিছুর রহমান, ‘আমরা আগে থেকে আহ্বান করে যাচ্ছি, নির্বাচনে সবাই আসুক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সংবিধান অনুযায়ী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নির্বাচনের পরিবেশ এখনো ভালো। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমরা দেখতে পাইনি।’

কুমিল্লা জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা ও জেলার বাইরের নির্বাচন কর্মকর্তারা।