ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মহিলা ফুটবল খেলোয়াড়দের মাঝে চেক হস্তান্তর করেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • 193

অনলাইন ডেস্কবাংলাদেশ এসোসোসিয়েশন অব ব্যাংকস্ কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল এবং বিকেএসপি মহিলা ফুটবল দলের অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

খেলোয়াড়গণকে অধিকতর অনুপ্রাণিত ও উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ এসোসোসিয়েশন অব ব্যাংকস্ কর্তৃক প্রত্যেক খেলোয়াড়কে সম্মানি হিসেবে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। সেনাবাহিনীতে পুরুষ ফুটবল দল গঠনের পর হতে আন্তঃবাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল গঠনের প্রয়াসে গত ২০২২ সালে সেনাবাহিনীতে প্রথমবারের মতো সৈনিক পদে মহিলা ফুটবলার ভর্তি করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতিভাবান মহিলা ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের খেলোয়াড়গণকে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের অধীনে একজন জাতীয় পর্যায়ের স্বীকৃত দক্ষ কোচের অধীনে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা ফুটবল দলের আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল এবং বিকেএসপি মহিলা ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচে বিকেএসপি মহিলা ফুটবল দলের বিপক্ষে ০-২ গোলে জয় লাভ করে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বগতি : দামে দিশাহারা সাধারণ মানুষ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মহিলা ফুটবল খেলোয়াড়দের মাঝে চেক হস্তান্তর করেন

আপডেট সময় ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্কবাংলাদেশ এসোসোসিয়েশন অব ব্যাংকস্ কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল এবং বিকেএসপি মহিলা ফুটবল দলের অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

খেলোয়াড়গণকে অধিকতর অনুপ্রাণিত ও উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ এসোসোসিয়েশন অব ব্যাংকস্ কর্তৃক প্রত্যেক খেলোয়াড়কে সম্মানি হিসেবে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। সেনাবাহিনীতে পুরুষ ফুটবল দল গঠনের পর হতে আন্তঃবাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল গঠনের প্রয়াসে গত ২০২২ সালে সেনাবাহিনীতে প্রথমবারের মতো সৈনিক পদে মহিলা ফুটবলার ভর্তি করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতিভাবান মহিলা ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দলের খেলোয়াড়গণকে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের অধীনে একজন জাতীয় পর্যায়ের স্বীকৃত দক্ষ কোচের অধীনে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা ফুটবল দলের আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল এবং বিকেএসপি মহিলা ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচে বিকেএসপি মহিলা ফুটবল দলের বিপক্ষে ০-২ গোলে জয় লাভ করে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল।