ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ আসনে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • 60

সিনিয়র রিপোর্টার : গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, আওয়ামী লীগের এবারের মনোনয়নে চমক থাকছে।সেদিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুর ও রাজশাহী বিভাগে ৬৯টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এরমধ্যে রংপুরে ৩৩টি ও রাজশাহীতে ৩৬টি। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করবো না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন ঘোষণা করবো আনুষ্ঠানিকভাবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর)দুপুরে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাশেষে তিনি এসব তথ্য জানান। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা উদ্বিগ্ন ছিলেন কে নির্বাচনে অংশ নেবে আর কে অংশ নেবে না-উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ফুল ফুটতে শুরু করেছে, আরও ফুল ফুটবে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগেই শত শত ফুল ফুটবে।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ বাদ পরেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সংখ্যা কয়জন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। কিছু কিছু বাদ পড়েছেন।

রাজনীতির বাইরে থেকে কারও মনোনয়ন চূড়ান্ত করা হয়নি জানিয়ে কাদের বলেন, আজকে বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো আসবে পরবর্তীতে। রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই।

মনোনয়ন বোর্ড সভায় স্বাগত বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে আসেন দেখি কার কত দৌড়। নৌকা মানেই শান্তি ও সমৃদ্ধি ৷ নিশ্চয়ই দেশবাসী এসব বাস্তবতা মাথায় রেখেই ভোট দেবেন ৷ নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে যারা প্রশ্ন তোলে, সামরিক শাসকদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সময় তারা কোথায় ছিল? মাটি ও মানুষের প্রতি যে ভালোবাসা, যে দরদ সেটা আমাদের থেকে বেশি কারও থাকতে পারে না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আমরা ভোট ও ভাতের আন্দোলন করেছি, মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ সরকার আসার পর উত্তরবঙ্গে কেউ আর মঙ্গা দেখেনি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনৈতিকভাবে না পারলেও অর্থনৈতিকভাবে অপচেষ্টা করে যাচ্ছে বিদেশি কিছু কিছু মোড়ল ৷ দুমুখো কিছু মোড়ল বাংলাদেশের গণতান্ত্রিক ধারা নষ্টের ষড়যন্ত্র করছে ৷ বিএনপি ক্ষমতায় এলে দেশকে খুবলে খাবে, নিজেদের ভাগ্য গড়বে ৷ সন্ত্রাসী দল বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে ৷ তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না ৷ জনগণ ধরা শুরু করলে, ওই মুষ্টিমেয়রা ঠাঁই পাবে না ৷ 

নির্বাচনে অংশ নেওয়ার মতো আস্থা-বিশ্বাস বিএনপির নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা কি একটাও নেতা দেশে পেল না, যাকে তাদের প্রধান বানাবে ৷ 

সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন – আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সদস্য হিসেবে রয়েছেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি।

ট্যাগস

প্রথমবারের মতো শুক্রবার চলল মেট্রোরেল, খুলল কাজীপাড়া স্টেশন

রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ আসনে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত

আপডেট সময় ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, আওয়ামী লীগের এবারের মনোনয়নে চমক থাকছে।সেদিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুর ও রাজশাহী বিভাগে ৬৯টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এরমধ্যে রংপুরে ৩৩টি ও রাজশাহীতে ৩৬টি। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করবো না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন ঘোষণা করবো আনুষ্ঠানিকভাবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর)দুপুরে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাশেষে তিনি এসব তথ্য জানান। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা উদ্বিগ্ন ছিলেন কে নির্বাচনে অংশ নেবে আর কে অংশ নেবে না-উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ফুল ফুটতে শুরু করেছে, আরও ফুল ফুটবে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগেই শত শত ফুল ফুটবে।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ বাদ পরেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সংখ্যা কয়জন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। কিছু কিছু বাদ পড়েছেন।

রাজনীতির বাইরে থেকে কারও মনোনয়ন চূড়ান্ত করা হয়নি জানিয়ে কাদের বলেন, আজকে বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো আসবে পরবর্তীতে। রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই।

মনোনয়ন বোর্ড সভায় স্বাগত বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে আসেন দেখি কার কত দৌড়। নৌকা মানেই শান্তি ও সমৃদ্ধি ৷ নিশ্চয়ই দেশবাসী এসব বাস্তবতা মাথায় রেখেই ভোট দেবেন ৷ নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে যারা প্রশ্ন তোলে, সামরিক শাসকদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সময় তারা কোথায় ছিল? মাটি ও মানুষের প্রতি যে ভালোবাসা, যে দরদ সেটা আমাদের থেকে বেশি কারও থাকতে পারে না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আমরা ভোট ও ভাতের আন্দোলন করেছি, মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ সরকার আসার পর উত্তরবঙ্গে কেউ আর মঙ্গা দেখেনি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনৈতিকভাবে না পারলেও অর্থনৈতিকভাবে অপচেষ্টা করে যাচ্ছে বিদেশি কিছু কিছু মোড়ল ৷ দুমুখো কিছু মোড়ল বাংলাদেশের গণতান্ত্রিক ধারা নষ্টের ষড়যন্ত্র করছে ৷ বিএনপি ক্ষমতায় এলে দেশকে খুবলে খাবে, নিজেদের ভাগ্য গড়বে ৷ সন্ত্রাসী দল বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে ৷ তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না ৷ জনগণ ধরা শুরু করলে, ওই মুষ্টিমেয়রা ঠাঁই পাবে না ৷ 

নির্বাচনে অংশ নেওয়ার মতো আস্থা-বিশ্বাস বিএনপির নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা কি একটাও নেতা দেশে পেল না, যাকে তাদের প্রধান বানাবে ৷ 

সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন – আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সদস্য হিসেবে রয়েছেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি।