ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘নৌকার প্রার্থীতে এসেছে নতুন মুখ, কিছু বাদও পড়েছে’

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • 123

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত চার বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে এবার নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারেন এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ।শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী রবিবারের মধ্যে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে।’ তিনি বলেন, ‘মনোনয়নে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি।’ বিএনপি নির্বাচনে আসবে না- এটা উড়িয়ে দেওয়া যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি নেতারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। এসব করে নির্বাচন ভন্ডুল করা যাবে না।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘নৌকার প্রার্থীতে এসেছে নতুন মুখ, কিছু বাদও পড়েছে’

আপডেট সময় ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত চার বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে এবার নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারেন এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ।শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী রবিবারের মধ্যে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে।’ তিনি বলেন, ‘মনোনয়নে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন করে তাদেরকে প্রার্থী করা হয়নি।’ বিএনপি নির্বাচনে আসবে না- এটা উড়িয়ে দেওয়া যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি নেতারা জোটগতভাবে না হলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। এসব করে নির্বাচন ভন্ডুল করা যাবে না।’