ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন, ডামি প্রার্থীতে বাধা নেই: ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • 63

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সহযোগীর দরকার নেই, আমাদের শক্তি বাংলাদেশের জনগণ উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে আগাচ্ছে আওয়ামী লীগ। তাই নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই। মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকে দেশে নির্বাচনের উৎসব শুরু হয়েছে। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সমাধিতে শ্রদ্ধা নিবেদন  শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নানা জায়গায় চোরাগোপ্তা হমালা করছে। দুষ্কর্মের সহযোগী খুঁজে বেড়ায় বিএনপি। হরতাল-অবরোধ ও বোমাবাজি করে নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না

এদিকে গত রোববার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। জোট শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো মিলিয়ে মোট ১০৪টি আসনে নতুন মুখ এসেছে। মনোনয়ন প্রাপ্তদের তালিকায় আছেন ২২ নারী। আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন পেয়েছেন ৩৪ জন।

উল্লেখ্য- ১৯৯০ সালের এই দিনে এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।

ট্যাগস

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অভিনন্দন জানিয়েছেন লায়ন খান আকতারুজ্জামান

সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন, ডামি প্রার্থীতে বাধা নেই: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সহযোগীর দরকার নেই, আমাদের শক্তি বাংলাদেশের জনগণ উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে আগাচ্ছে আওয়ামী লীগ। তাই নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই। মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকে দেশে নির্বাচনের উৎসব শুরু হয়েছে। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সমাধিতে শ্রদ্ধা নিবেদন  শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নানা জায়গায় চোরাগোপ্তা হমালা করছে। দুষ্কর্মের সহযোগী খুঁজে বেড়ায় বিএনপি। হরতাল-অবরোধ ও বোমাবাজি করে নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না

এদিকে গত রোববার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। জোট শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো মিলিয়ে মোট ১০৪টি আসনে নতুন মুখ এসেছে। মনোনয়ন প্রাপ্তদের তালিকায় আছেন ২২ নারী। আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি থেকে মনোনয়ন পেয়েছেন ৩৪ জন।

উল্লেখ্য- ১৯৯০ সালের এই দিনে এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।