ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মনোনয়ন: ৫ আসনে বাবার পরিবর্তে ছেলে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • 48

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাবার আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের বর্তমান চার সংসদ সদস্যেসহ সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ছেলে। তারা পাঁচ জনই যার যার বাবার আসনে বাবার পরিবর্তে নির্বাচনে লড়বেন।

গত রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-১ আসনের ছয়বারের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য মোশাররফ হোসেন। তিনিও এবার নির্বাচন না করার কথা জানিয়েছিলেন। এখানেও দল বাবার অনুরোধে ছেলে মাহবুব উর রহমানকে মনোনয়ন দিয়েছে।

বয়স ও অসুস্থতার কারণে বাদ পড়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন ছেলে মাজহারুল ইসলাম।

ময়নসিংহ-৪ আসনে বাবা সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত মতিউর রহমানের জায়গায় মনোনয়ন পেয়েছেন তার ছেলে মোহিতুর রহমান। তিনি  ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রংপুর-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান আগে থেকেই ভোটে না লড়ার ঘোষণা দিয়েছিলেন। এই আসনে তাঁর পরিবর্তে ছেলে রাশেক রহমানকে মনোনয়ন দিতে অনুরোধ করেছিলেন। দল তার কথা রেখেছে।

ঢাকা-৭ আসনের তিনবারের সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ। নির্বাচন করার ক্ষেত্রে তাঁর আইনি জটিলতাও আছে। এবার তিনিসহ তাঁর দুই ছেলের জন্য মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন তার বড় ছেলে সোলায়মান সেলিম।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

আওয়ামী লীগের মনোনয়ন: ৫ আসনে বাবার পরিবর্তে ছেলে

আপডেট সময় ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাবার আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের বর্তমান চার সংসদ সদস্যেসহ সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ছেলে। তারা পাঁচ জনই যার যার বাবার আসনে বাবার পরিবর্তে নির্বাচনে লড়বেন।

গত রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-১ আসনের ছয়বারের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য মোশাররফ হোসেন। তিনিও এবার নির্বাচন না করার কথা জানিয়েছিলেন। এখানেও দল বাবার অনুরোধে ছেলে মাহবুব উর রহমানকে মনোনয়ন দিয়েছে।

বয়স ও অসুস্থতার কারণে বাদ পড়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন ছেলে মাজহারুল ইসলাম।

ময়নসিংহ-৪ আসনে বাবা সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত মতিউর রহমানের জায়গায় মনোনয়ন পেয়েছেন তার ছেলে মোহিতুর রহমান। তিনি  ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রংপুর-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান আগে থেকেই ভোটে না লড়ার ঘোষণা দিয়েছিলেন। এই আসনে তাঁর পরিবর্তে ছেলে রাশেক রহমানকে মনোনয়ন দিতে অনুরোধ করেছিলেন। দল তার কথা রেখেছে।

ঢাকা-৭ আসনের তিনবারের সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘদিন ধরে অসুস্থ। নির্বাচন করার ক্ষেত্রে তাঁর আইনি জটিলতাও আছে। এবার তিনিসহ তাঁর দুই ছেলের জন্য মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন তার বড় ছেলে সোলায়মান সেলিম।