ঢাকা , বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 93

সিনিয়র রিপোর্টার : সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বুধবার (২৯ নভেম্বর ) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো বিএনপি। ৭তম দফার অবরোধ কর্মসূচি শেষ হলো মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা করেন।

এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে বলেছেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমনপীড়ন অব্যাহত রেখেছে। অবরোধ ও হরতাল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোর মারা গেছে

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি

আপডেট সময় ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বুধবার (২৯ নভেম্বর ) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো বিএনপি। ৭তম দফার অবরোধ কর্মসূচি শেষ হলো মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়।

সোমবার (২৭ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা করেন।

এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে বলেছেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমনপীড়ন অব্যাহত রেখেছে। অবরোধ ও হরতাল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।