ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর-৩ আসন : স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যবসায়ী নেতা এ কে আজাদ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • 41

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় নিজ বাসভবনে সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনে এ কে আজাদসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে এ কে আজাদ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। ফরিদপুর অঞ্চলে শেখ হাসিনা যে উন্নয়নের ধারার সূচনা করেছেন সেটি অব্যাহত রাখতে ও আমার সমর্থকদের কথা বিবেচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। সাধারণ মানুষ চায়, আমি যেন নির্বাচন করি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কে আজাদ বলেন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, শিক্ষা, চিকিৎসা এসব খাতে কাজ করতে চাই আমি। বিশেষ করে শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলের শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমার। অল্প শিক্ষিত ও শিক্ষিত বেকার সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে আমি রাজনীতিতে আগ্রহী হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, অপর সদস্য ফরিদপুর ৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রতিনিধি অ্যাডভোকেট শায়েদিদ গামাল লিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নুসরাত রসুল তানিয়া, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সি, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার মুহিত, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সহস্রাধিক সমর্থক।  

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

ফরিদপুর-৩ আসন : স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যবসায়ী নেতা এ কে আজাদ

আপডেট সময় ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় নিজ বাসভবনে সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনে এ কে আজাদসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে এ কে আজাদ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন। ফরিদপুর অঞ্চলে শেখ হাসিনা যে উন্নয়নের ধারার সূচনা করেছেন সেটি অব্যাহত রাখতে ও আমার সমর্থকদের কথা বিবেচনা করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। সাধারণ মানুষ চায়, আমি যেন নির্বাচন করি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কে আজাদ বলেন, ব্যবসা-বাণিজ্য, শিল্প, শিক্ষা, চিকিৎসা এসব খাতে কাজ করতে চাই আমি। বিশেষ করে শিল্পে পিছিয়ে পড়া এই অঞ্চলের শিল্প কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে আমার। অল্প শিক্ষিত ও শিক্ষিত বেকার সমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে আমি রাজনীতিতে আগ্রহী হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, অপর সদস্য ফরিদপুর ৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রতিনিধি অ্যাডভোকেট শায়েদিদ গামাল লিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নুসরাত রসুল তানিয়া, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সি, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার মুহিত, আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, ডিক্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সহস্রাধিক সমর্থক।