অনলাইন ডেস্ক : রোডস এন্ড হাইওয়ের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মো. আজিজুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিজুল ইসলাম ওয়ালীকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ চুনারুঘাট সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে আশা টাওয়ারে সমিতির অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আ ফ ম সিরাজুল ইসলাম শামীম ও নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম সজল উপস্থিত থেকে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. তৌফিকুল ইসলাম চৌধুরী, আবু তাহের মো. জাবের, মো. আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি. সুবীর দেব, মো. আশরাফুল ইসলাম সোহাগ, মো. কামরুল হাসার চৌধুরী জয়, কোষাধ্যক্ষ নোমান আবেদীন জামাল, সাংগঠনিক সম্পাদক সহিদুল হাসান জামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক বেনু সূত্রধর, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ সিদ্দিকী, ক্রীড়া ও সাংকৃতিক বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক মো. ওয়াহিদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক এ কে আর জেসমিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. এখলাছ মিয়া তালুকদার।
এ ছাড়া সদস্য পদে যারা রয়েছেন, ইবনে জামান শামছু, রিপন কবির লস্কর, রেজাউল হাসান তরফদার শাহীন, সৈয়দ কামাল উদ্দিন, মো. আব্দুল মজিদ, মো. আব্দুল আউয়াল ছিতু, জেড এম ইকবাল, কাজী মাহমুদা আখতার, শিরিন রহমান তালুকদার, মারজিয়া ইসলাম লিপি, মাহমুদা জাহান এ্যানি লস্কর, মো. মহিউদ্দিন হাসান, রিগ্যান কুমার কানু ও মো. তুহিনুর রহমান।