ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিমন্ত্রী : নির্বাচন অংশগ্রহণমূলক হবে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • 326

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি) বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায়, তাদের তো জোর করে নির্বাচনে আনা সম্ভব না। তাদের জন্য তো নির্বাচন স্থগিত করা যাবে না। এরই মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই আমি মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারার ইউএনও ইশতিয়াক ইমনের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে নৌকায় নমিনেশন দিয়েছেন। দেশ এখন নির্বাচনমুখী। আমি মনোনয়ন ফরম জমা দেওয়ার মাধ্যমে বুঝতে পারছি, নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ। আশা করি, সুন্দর একটা নির্বাচন হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমি সুখে-দুঃখে সবসময় আমার নেতাকর্মীদের পাশে ছিলাম। আমি আশা করি তারা আমাকে মূল্যায়ন করবেন।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে

ভূমিমন্ত্রী : নির্বাচন অংশগ্রহণমূলক হবে

আপডেট সময় ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি) বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায়, তাদের তো জোর করে নির্বাচনে আনা সম্ভব না। তাদের জন্য তো নির্বাচন স্থগিত করা যাবে না। এরই মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই আমি মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারার ইউএনও ইশতিয়াক ইমনের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে নৌকায় নমিনেশন দিয়েছেন। দেশ এখন নির্বাচনমুখী। আমি মনোনয়ন ফরম জমা দেওয়ার মাধ্যমে বুঝতে পারছি, নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ। আশা করি, সুন্দর একটা নির্বাচন হবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমি সুখে-দুঃখে সবসময় আমার নেতাকর্মীদের পাশে ছিলাম। আমি আশা করি তারা আমাকে মূল্যায়ন করবেন।’