ঢাকা , মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কর বকেয়া : জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিনের মনোনয়ন স্থগিত

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • 97

সিনিয়র রিপোর্টার : কর বকেয়া থাকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে দলটির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। জানা গেছে, তার বকেয়া করের পরিমাণ ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা।

গত রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসনভিত্তিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।

ঋণখেলাপি ও প্রদত্ত ভোটার তালিকায় গরমিল থাকায় পটুয়াখালীর ৪টি আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- পটুয়াখালী-১ আসনে কংগ্রেসের নাসির তালুকদার ও জাকের পার্টির মিজানুর রহমানকে বাতিল ঘোষণা করা হয়। প্রদত্ত ভোটার তালিকায় গরমিল থাকায় পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও রুহুল আমিন হাওলাদারসহ আট প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করা হয়। পাশাপাশি ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নুর কতুবুল আলম জানান, পটুয়াখালীর চারটি আসনে ২৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৬টি বৈধ, আটটি স্থগিত ও চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হয়েছে তাদের কাগজপত্রে যা যা সংশোধন করা প্রয়োজন সেগুলো করলে তারা বৈধ বলে বিবেচিত হবেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন : উপদেষ্টা নাহিদ

কর বকেয়া : জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিনের মনোনয়ন স্থগিত

আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : কর বকেয়া থাকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে দলটির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। জানা গেছে, তার বকেয়া করের পরিমাণ ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা।

গত রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসনভিত্তিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম।

ঋণখেলাপি ও প্রদত্ত ভোটার তালিকায় গরমিল থাকায় পটুয়াখালীর ৪টি আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- পটুয়াখালী-১ আসনে কংগ্রেসের নাসির তালুকদার ও জাকের পার্টির মিজানুর রহমানকে বাতিল ঘোষণা করা হয়। প্রদত্ত ভোটার তালিকায় গরমিল থাকায় পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও রুহুল আমিন হাওলাদারসহ আট প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করা হয়। পাশাপাশি ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নুর কতুবুল আলম জানান, পটুয়াখালীর চারটি আসনে ২৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৬টি বৈধ, আটটি স্থগিত ও চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হয়েছে তাদের কাগজপত্রে যা যা সংশোধন করা প্রয়োজন সেগুলো করলে তারা বৈধ বলে বিবেচিত হবেন।