ঢাকা , সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এবার নির্বাচনে না এলে বিএনপির নামনিশানাও থাকবে না : শেখ সেলিম

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 68

সিনিয়র রিপোর্টার : ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে আগামীদিনে বিএনপির নামনিশানাও থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সোমবার (৪ ডিসেম্বর) দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিবসের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার প্রয়াত পিতাকে বাংলাদেশের চে গুয়েভারা হিসেবে অভিহিত করে বলেন, স্বাধীনতার পর শেখ মনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং বাংলার বাণীকে একটি আধুনিক ও জনপ্রিয় পত্রিকায় রূপান্তরিত করেন। সেই পত্রিকায় তিনি নিজেই সম্পাদকীয়সহ প্রবন্ধ লিখতেন। সেক্ষেত্রে তিনি সরকারকেও ছাড় দেননি। তিনি বিপ্লবী চেতনার মানুষ ছিলেন। যদি তৎকালীন সমসাময়িক নেতৃবৃন্দের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এ কথা নির্দ্বিধায় বলা যায়। তৎকালীন সবচেয়ে মেধাবী, প্রজ্ঞাবান নেতা ছিলেন শেখ ফজলুল হক মনি।

কর্পোরেশনের সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শেখ ফজলুল হক মনি সম্পাদিত ‘বাংলাদেশে গণহত্যা’-এর ইংরেজি ভার্শন এবং স. ম. ইফতেখার মাহমুদ ও মাহমুদুল আলম তারেক সম্পাদিত ‘শেখ মণির কথামালা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ ফজলুল হক মনি, শামসুন্নেছা আরজু মনিসহ ১৫ আগস্ট কালরাতে শাহাদতবরণকারী সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

হাজারীবাগে ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

এবার নির্বাচনে না এলে বিএনপির নামনিশানাও থাকবে না : শেখ সেলিম

আপডেট সময় ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে আগামীদিনে বিএনপির নামনিশানাও থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সোমবার (৪ ডিসেম্বর) দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিবসের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার প্রয়াত পিতাকে বাংলাদেশের চে গুয়েভারা হিসেবে অভিহিত করে বলেন, স্বাধীনতার পর শেখ মনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং বাংলার বাণীকে একটি আধুনিক ও জনপ্রিয় পত্রিকায় রূপান্তরিত করেন। সেই পত্রিকায় তিনি নিজেই সম্পাদকীয়সহ প্রবন্ধ লিখতেন। সেক্ষেত্রে তিনি সরকারকেও ছাড় দেননি। তিনি বিপ্লবী চেতনার মানুষ ছিলেন। যদি তৎকালীন সমসাময়িক নেতৃবৃন্দের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এ কথা নির্দ্বিধায় বলা যায়। তৎকালীন সবচেয়ে মেধাবী, প্রজ্ঞাবান নেতা ছিলেন শেখ ফজলুল হক মনি।

কর্পোরেশনের সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শেখ ফজলুল হক মনি সম্পাদিত ‘বাংলাদেশে গণহত্যা’-এর ইংরেজি ভার্শন এবং স. ম. ইফতেখার মাহমুদ ও মাহমুদুল আলম তারেক সম্পাদিত ‘শেখ মণির কথামালা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ ফজলুল হক মনি, শামসুন্নেছা আরজু মনিসহ ১৫ আগস্ট কালরাতে শাহাদতবরণকারী সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।