ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ প্রার্থীর আপিল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • 39

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুরু করেছেন। দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এ নিয়ে মোট আপিলকারী দাঁড়াল ১৮৩ জনে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত। এদিন বিকালে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব মাহবুবার রহমান সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

যুগ্ম-সচিব মাহবুবার রহমান সরকার বলেন, দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। প্রথম দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিল আবেদন করেছিলেন ৪২ জন।  দুই দিনে মোট ১৮৩ জন প্রার্থী আপিল করলেন।

জানা গেছে, বুধবার ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬, চট্টগ্রামের ৯, ফরিদপুরের ৬, সিলেটের ৪, ময়মনসিংহের ১৯, বরিশালের ৬,  খুলনার ১৮, রাজশাহীর ২৬ ও রংপুর অঞ্চলের ১৪ জন প্রার্থী আপিল আবেদন করেছেন। গত মঙ্গলবার থেকে আপিল গ্রহণ শুরু করেছে কমিশন। আপিল গ্রহণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০-১৫ ডিসেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করবে কমিশন।

ইসি জানায়, এবার মনোনয়ন জমা পড়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : দ্বিতীয় দিনে ইসিতে ১৪১ প্রার্থীর আপিল

আপডেট সময় ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুরু করেছেন। দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এ নিয়ে মোট আপিলকারী দাঁড়াল ১৮৩ জনে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত। এদিন বিকালে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব মাহবুবার রহমান সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

যুগ্ম-সচিব মাহবুবার রহমান সরকার বলেন, দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। প্রথম দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিল আবেদন করেছিলেন ৪২ জন।  দুই দিনে মোট ১৮৩ জন প্রার্থী আপিল করলেন।

জানা গেছে, বুধবার ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬, চট্টগ্রামের ৯, ফরিদপুরের ৬, সিলেটের ৪, ময়মনসিংহের ১৯, বরিশালের ৬,  খুলনার ১৮, রাজশাহীর ২৬ ও রংপুর অঞ্চলের ১৪ জন প্রার্থী আপিল আবেদন করেছেন। গত মঙ্গলবার থেকে আপিল গ্রহণ শুরু করেছে কমিশন। আপিল গ্রহণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০-১৫ ডিসেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করবে কমিশন।

ইসি জানায়, এবার মনোনয়ন জমা পড়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।