অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষেণে আসছেন ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) ও আরব লীগের প্রতিনিধিরা। এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন-বিশেষজ্ঞ দল। তবে যুক্তরাষ্ট্র এখনো নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি নিশ্চিত করেনি।
গত রোববার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত থেকে তিনজন, ফিলিস্তিন থেকে ছয় জন (এদের মধ্যে কিছু বাইরে থেকে আর কিছু দূতাবাস থেকেও আসবে)। জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি-১৬ জন। তবে ওআইসি ও আরব লীগ থেকে কতজন আসবে সেই তথ্যটা আমার জানা নেই।
যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না, এ প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।
সেহেলী সাবরীন বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশে সফররত ইইউর চার সদস্যের ইলেকশন এক্সপার্ট মিশন গত ৩০ নভেম্বর অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলটি গত ৩ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। তারা ২১ জানুয়ারি পর্যন্ত থাকবে। তাছাড়া যেসব দেশের নাম বলা হয়েছে, তারা ছাড়াও আরও কিছু আবেদন আছে। সেই আবেদনগুলো পেলে সেগুলো বিবেচনা করে যখনই যেটা আপডেট হবে আপনাদের জানাব।
এর আগে নির্বাচন পর্যবেক্ষণে ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক গণমাধ্যমের ৩০-৩২ সাংবাদিক ও আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়নের ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৫ জন, ইউরোপীয় ইউনিউনের ৪ জন, এনডিআই ও আইআরআইয়ের ৫-৬ জনের আবেদনের কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।