ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীর নেতৃত্বে বাংলামোটরে মিছিল করেছে বিএনপি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 65

অনলাইন ডেস্ক : এগারো দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মঙ্গলবার সকাল ৭টার দিকে বাংলামোটর থেকে মিছিলটি শুরু হয়ে কারওয়ানবাজারের সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।

সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির একদফা দাবিতে এ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ওপরে উল্লিখিত দাবিগুলোর সঙ্গে তফশিল বাতিলের ইস্যুটিও যোগ করেন তারা।

গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এ হরতাল-অবরোধে বিএনপির শীর্ষ কোনো নেতাকে দেখা যাচ্ছে না। তবে রুহুল কবির রিজভী প্রায় প্রতিদিন তার কয়েকজন অনুসারী নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছেন। সম্প্রতি রাজশাহী গিয়েও মিছিল করেছেন তিনি।

আজকের মিছিলে অংশ নেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপনসহ অনেকে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

রিজভীর নেতৃত্বে বাংলামোটরে মিছিল করেছে বিএনপি

আপডেট সময় ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : এগারো দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মঙ্গলবার সকাল ৭টার দিকে বাংলামোটর থেকে মিছিলটি শুরু হয়ে কারওয়ানবাজারের সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।

সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির একদফা দাবিতে এ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ওপরে উল্লিখিত দাবিগুলোর সঙ্গে তফশিল বাতিলের ইস্যুটিও যোগ করেন তারা।

গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এ হরতাল-অবরোধে বিএনপির শীর্ষ কোনো নেতাকে দেখা যাচ্ছে না। তবে রুহুল কবির রিজভী প্রায় প্রতিদিন তার কয়েকজন অনুসারী নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছেন। সম্প্রতি রাজশাহী গিয়েও মিছিল করেছেন তিনি।

আজকের মিছিলে অংশ নেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপনসহ অনেকে।